টিডিএন বাংলা ডেস্ক : অন্তঃসত্ত্বা মহিলাদের কোভিডের টিকা নেওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়ে দেয়, অন্তঃসত্ত্বা মহিলারা টিকাকরণ কেন্দ্রে গিয়ে কিংবা কো উইনে নিজেদের নাম রেজিস্টার করে কোভিডের প্রতিষেধক নিতে পারবেন।
শুক্রবার মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যে অন্ত্বঃসত্ত্বা মহিলাদের টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হয়েছে। জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় যেভাবে ১৮ বছরের ঊর্ধ্বে টিকা প্রদান করা হচ্ছে, সেভাবেই অন্ত্বঃসত্ত্বা মহিলাদের টিকা প্রদান করা হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অধিকর্তা বলরাম ভার্গব বলেন, ‘ আইসিএমআরের প্রেগকোভিড রেজিস্ট্রি থেকে আমরা জানিয়েছি যে অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে টিকাকরণ কার্যকরী এবং তা দেওয়া উচিত।’ তারই রেশ ধরে নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ভি কে পাল জানান, অন্ত্বঃসত্ত্বা মহিলা এবং সদ্যোজাত শিশুর মায়েদের জন্য চারটি টিকা (কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি এবং মর্ডানা) সুরক্ষিত। এবার তাতে আনুমতি দিয়েছে কেন্দ্র।