টিডিএন বাংলা ডেস্ক: লোকসভায় বিল পাশ করিয়ে বকলমে দিল্লির ক্ষমতার দখল নিচ্ছে কেন্দ্র। তীব্র বিরোধিতা লড়ে সরব হলো আপ। উল্লেখ্য, লোকসভায় ইতিমধ্যেই পাস গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধিত) বিল, ২০২১। লোকসভায় বিল পাস হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল টুইটে অভিযোগ করেন, এই বিল দিল্লির মানুষের প্রতি অপমান। এই বিলের ফলে দিল্লির নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। ক্ষমতা তাদের হাতে যাচ্ছে যাদের মানুষ ভোট দিয়ে হারিয়েছিলেন। বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করল।