দেশ

সংসদের বাদল অধিবেশনে বিরোধী ঝাঁজে চাপে কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নিউ দিল্লি :সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই বিরোধীরা দেখালেন তাদের ঝাঁজ। বিশেষত তৃণমূল কংগ্রেসের সাংসদদের নেতৃত্বে। কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ জানালেন তাঁরা। কৃষক আইন থেকে জ্বালানির মূল্যবৃদ্ধি কিংবা রাজ্যগুলিকে ভ্যাকসিন প্রদানে কেন্দ্রের একপেশো রাজনীতি – বিরোধীদের আওয়াজ উঠল গর্জে।

বাদল অধিবেশনে কেন্দ্রকে চেপে ধরার কৌশল আগে থেকেই নিয়ে রেখেছিল তৃণমূল। দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে তৃণমূল সাংসদরা সাইকেল চালিয়ে অধিবেশনে যোগ দিতে সংসদে আসেন। পেট্রোল, ডিজেল-সহ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদটা শুরু হয় এভাবেই। মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢোকার আগেই অবশ্য পুলিশ তাঁদের আটকে দেয়।
আর অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী বলা শুরু করতেই বিরোধী স্বর একযোগে প্রতিবাদী হয়ে ওঠে। স্পিকার ওম বিড়লার আবেদন-নিবেদনেও ফল মেলেনি। থামেনি প্রতিবাদ।

প্রতিবাদের এক ভাষা: বাতিল করতে হবে কৃষি আইন। মানতে হবে কৃষকদের দাবি।
অবিলম্বে কমাতে হবে জ্বালানির দাম। বন্ধ করতে হবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।
চাই প্রকৃত ভ্যাকশিন নীতি। সব রাজ্যকে দিতে হবে প্রয়োজনীয় ভ্যাকশিন।
অধিবেশনের শুরু থেকেই প্রতিটা মুহূর্ত শাসকদল বুঝেছে বিরোধীদের থামানোটা সহজ নয়। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী – যখনই বলতে উঠেছেন বিরোধী আওয়াজ গর্জে উঠেছে। বাধ্য হয়েই স্পিকার ওম বিড়লা কয়েক ঘন্টার জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। অধিবেশন যত এগিয়ে চলবে বিরোধী প্রতিবাদের ঢেউ যে আরও তীব্র গতিতে আছড়ে পড়বে তেমনটাই জানান দিয়ে গেল বাদল অধিবেশনের প্রথম দিনের প্রথম অর্ধ।

Related Articles

Back to top button
error: