HighlightNewsদেশ

কুকুর মরলেও শোক করে কেন্দ্র, কৃষক মরলে করেনা : সত্যপাল মালিক

টিডিএন বাংলা ডেস্ক : ফের কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। “একটা কুকুর মারা গেলে কেন্দ্র শোক জ্ঞাপন করে। অথচ কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ৬০০- রও বেশি কৃষকের মৃত্যুতে কেন্দ্রের একজন শোক জ্ঞাপন করল না।” জয়পুরের জাট সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সত্যপাল মালিক।

এক সময় বিজেপির বিশেষ আস্থাভাজন ছিলেন। দলের শীর্ষ নেতৃত্বের এতটাই প্রিয় ছিলেন যে তার ক্ষমতার উপর ভরসা করে জম্মু-কাশ্মীর এবং গোয়ার পর মেঘালয়ের রাজ্যপাল পদে তাকে নিয়োগ করেছিল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু কৃষক বিক্ষোভ, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সেই কেন্দ্রের বিরুদ্ধে ফোঁস করা শুরু করেছেন মালিক। তার অভিযোগ, “একটা কুকুর মারা গেলে কেন্দ্র শোক জ্ঞাপন করে। অথচ কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ৬০০- রও বেশি কৃষকের মৃত্যুতে কেন্দ্রের একজন শোক জ্ঞাপন করল না।” পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হত্যার কথা স্মরণ করিয়ে মালিকের সতর্কবার্তা, শিখদের রাগিয়ে ভালো করছে না মোদি সরকার। কৃষকদের বঞ্চনা নিয়ে মানুষ সব হবেই।

সত্যপাল মালিকের আরও অভিযোগ, আজ তিনি কেন্দ্রকে নিশানা করছেন বলে যদি তাকে পদত্যাগ করতে বলা হয়, উনি তাতে রাজি। এর আগেও কৃষকদের দাবির পক্ষে সওয়াল করেছিলেন সত্যপাল। তার মতে, ন্যূনতম সহায়ক মূল্যের সমস্যা মেটালেই কৃষক বিক্ষোভ থামবে। নয়া কৃষি আইন কৃষি বাজারকে কর্পোরেটদের হাতে তুলে দেবে বলে কৃষকদের যে আশঙ্কা, তা অমূলক নয় বলে মনে করেন বিক্ষুব্ধ মালিক।

Related Articles

Back to top button
error: