HighlightNewsদেশ

ভারত বনধের আগে রাজ্যগুলিকে নির্দেশনামা পাঠালো কেন্দ্র; সুরক্ষা এবং শান্তি বজায় রাখার নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক: কৃষক সংগঠনগুলির তরফ থেকে আগামীকাল ভারত বন্ধের আহ্বান করা হয়েছে। কৃষকদের তরফ থেকে লাগাতার শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দেওয়া হয়েছে। কৃষকদের আহ্বায়িত এই ভারত বন্ধে ইতিমধ্যেই কংগ্রেস, শিবসেনা সহ ১৬ টি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গৃহসচিব অজয় কুমার ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্য সচিব দের উদ্দেশ্যে চিঠি লিখে নির্দেশনামা জারি করেছেন। এই নির্দেশনামায় মূলত বলা হয়েছে যে ভারত বন্ধের দিন যাতে রাজ্যে কোন রকম অপ্রিয় ঘটনা না ঘটে, কেউ যেন আইন হাতে তুলে নানান সেই বিষয়ে নজরদারি করতে হবে। শুধু তাই নয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার বিষয়ে বলা হয়েছে ওই নির্দেশ পত্রে। এর পাশাপাশি, করো না পরিস্থিতির কথা উল্লেখ করে ওই উপদেষ্টায় আরো বলা হয়েছে, রাজ্য সরকার তথা কেন্দ্রশাসিত প্রদেশগুলির প্রশাসকদের এই বিষয়টি সুনিশ্চিত করা উচিত যাতে সংশ্লিষ্ট রাজ্যে বা কেন্দ্রশাসিত প্রদেশে করোনা বিধি মেনে চলা হয় এবং সামাজিক দূরত্ব বিধি পালন করা হয়।

 

 

Related Articles

Back to top button
error: