HighlightNewsদেশ

ইচ্ছের বিরুদ্ধে কাউকে ভ্যাকসিন নয়, সুপ্রিমকোর্টে জানাল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : দেশজুড়ে কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। তারপরেও টিকাকরণের জোরাজুরি খাটে না। ইচ্ছার বিরুদ্ধে জোর করে টিকা দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। টিকা সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিমকোর্টে এমনই জানাল কেন্দ্রীয় সরকার।

১৩ জানুয়ারি এই সংক্রান্ত মামলায় আদালতে হলফনামা দেয় কেন্দ্র। কেন্দ্র স্পষ্টভাবে জানিয়েছে, ‘বৃহত্তর ব্যক্তিস্বার্থে করোনা অতিমারীর সময় টিকাকরণ জরুরি। সংবাদমাধ্যম কিংবা বিজ্ঞাপনের মাধ্যমে আমজনতাকে বার্তা দেওয়া হয়েছে যাতে তারা টিকা নেন। কিন্তু এর মানে এই নয়, যে কাউকে টিকা নিতে জোর করা হচ্ছে। ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে জোর করে টিকা দেওয়া হচ্ছে না। নেট মাধ্যম এবং সংবাদমাধ্যমের মাধ্যমে শুধু এইটুকুই জানানো হচ্ছে যে, প্রত্যেক নাগরিকের টিকা নেওয়া উচিত। সরকার তার ব্যবস্থা করছে।’

বিশেষ ভাবে চলতে অক্ষম ব্যক্তিদের টিকাকরণের বিষয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। তারা বাড়িতেই রয়েছেন কিন্তু করোনার ভয় রয়েছে, এদের টিকাকরণ করা হবে কীভাবে? এই মর্মেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। যার উত্তরে
কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, ‘বিশেষ ভাবে অক্ষম ব্যক্তিদের টিকাকরণ করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সেই কাজ চলছে। যারা বিশেষ ভাবে অক্ষম তাদের কোনও প্রমাণ পত্রও চাওয়া হচ্ছে না। টিকাকরণ গোটা দেশেই চলছে।’ কেন্দ্র জানায়, নাগরিকদের টিকার শংসাপত্র দেখানো বাধ্যতামূলক বলে কোনও নির্দেশিকা প্রকাশ করেনি কেন্দ্র।

Related Articles

Back to top button
error: