টিডিএন বাংলা ডেস্ক : মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে হোক ২১। প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণের পরও এই ইস্যুতে ধীরে চলো নীতি গ্রহণ করতে চায় কেন্দ্রীয় সরকার।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করতে গিয়েও থমকে গেল কেন্দ্র। এই বিলের বিরোধিতা করে বিরোধীরা। বিরোধীদের প্রতিবাদে সরকারের অবস্থান হলো, রাতারাতি জোর করে সংসদে বিল পাস করানো হঠকারিতা হয়ে যাবে। সূত্রের খবর, এই ভাবনা থেকেই সরকার ভাবছে মেয়েদের বিয়ের বয়স বাড়ানো সংক্রান্ত বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো যেতে পারে।
সংসদীয় সূত্রে খবর, এই মর্মে নিজের মন্ত্রিসভার সদস্য শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরই সরকারের তরফে বিরোধী শিবিরের কাছে পাঠানো হয়েছে ফিলার। যার মাধ্যমে আপাতত ধীরে চলো নীতির আভাস দেওয়া হয়েছে।