HighlightNewsদেশ

রান্নার গ্যাসের ওজন কমাতে চাইছে কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : এলপিজি সিলিন্ডার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এরফলে গৃহস্থের দীর্ঘমেয়াদি ক্ষেত্রে বাড়তে পারে নতুন আর্থিক বোঝা। মঙ্গলবার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদে একটি প্রশ্নের জবাবে একথা জানান।

এলপিজি সিলিন্ডারের ওজন ১৪.২ কেজি। সরকারের যুক্তি, এত ভারি সিলিন্ডার তুলতে সমস্যা হয় মহিলাদের।১৪.২ কেজি থেকে কমিয়ে করা হতে পারে ৫ কেজি।জনসাধারণের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তবে ওজন কমানোর ফলে সমস্যাও বাড়বে। ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ক্রমেই বেড়েছে। তাই পাঁচ কেজি সিলিন্ডারের দাম চূড়ান্ত হলে তবেই এ বিষয়ে নিঃসংশয় হওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কয়েকমাস ধরেই লাগাতাম দাম বেড়ে চলেছে এলপিজি সিলিন্ডারের। সেপ্টেম্বরে কলকাতায় ৯১১ টাকা ছিল ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। এমাসেও ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হচ্ছে প্রায় সাড়ে ন’শো টাকা। একধাক্কায় ১০০ টাকা বাড়ে বাণিজ্যিক গ্যাসের দাম। ফলে কেন্দ্রের এই নয়া ভাবনায় সিঁদুরে মেঘ দেখছে সাধারণ মানুষ।

Related Articles

Back to top button
error: