দেশ

রাজ্যগুলোকে বিনামূল্যে করোনার টিকা দেবে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যগুলোকে বিনামূল্যে টিকা দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। টিকা প্রস্তুতকারকদের থেকে ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্রীয় সরকার। বাকি ২৫ শতাংশ কিনতে পারবে বেসরকারি সংস্থাগুলি। ১৮-ঊর্ধ্বদের সবার জন্য বিনামূল্যে টিকা।

সোমবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে। আপনারা নিজেদের যাদের পরিবারের সদস্যদের খুইয়েছেন, তাদের সঙ্গে আছি। ১০০ বছরে সবথেকে ব্যাপক মারাত্মক মহামারী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন দাবি করা হচ্ছিল। কেন লকডাউনের ক্ষমতা রাজ্যের হাতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এপ্রিল পর্যন্ত কেন্দ্রের মাধ্যমে টিকাকরণ চলছিল। ভালোভাবে চলছিল। দেশের মানুষ অপেক্ষা করছিলেন। তারপর রাজ্যের তরফে বিভিন্ন দাবি করা হচ্ছিল। রাজ্যের হাতে টিকাকরণের ক্ষমতা দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। চিন্তাভাবনার করা হয়। তো আমরা ভাবলাম ২৫ শতাংশ কাজ রাজ্যকে দেওয়া হোক।

২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। যারা নিজেরাই ভ্যাকসিন কিনে নিতে চান। তারা তা কিনতে পারেন। এবার থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশ কিনবে ভারত সরকার। সেই ভ্যাকসিন বিনামূল্যে তুলে দেওয়া হবে রাজ্য সরকারগুলিকে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেন। বেসরকারি হাসপাতালগুলো ১৫০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়ার সীমা বেধে দেওয়া হল।

Related Articles

Back to top button
error: