টিডিএন বাংলা ডেস্ক: ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে এবার টানা লকডাউনের পথে হাঁটলো কর্ণাটক সরকার। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ১০ই মে থেকে ২৪ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষণা করে জানান, ‘রাজ্যে কোভিডের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে করে করোনা কারফিউ জারি করে কোনোই লাভ হয়নি। সেদিক বিবেচনা করেই ১০ই মে সকাল ৬টা থেকে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত টানা লকডাউন ঘোষণা করা হল। হোটেল, পাব থেকে বার, সবকিছু বন্ধ থাকবে। খাবার দোকান, মাংস ও সবজির দোকান খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত।’
আমাদের সমস্ত খবর আপনার মোবাইলে পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে গ্রুপে
লিঙ্ক-
https://chat.whatsapp.com/BrSWcr9WSTpEz2WlCVkpBu