পরিবেশবান্ধব আতশবাজির প্রসারের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবার প্রশিক্ষণ দিতে নাগপুর থেকে রাজ্যে আসছে প্রশিক্ষক দল

টিডিএন বাংলা ডেস্ক: নিষিদ্ধ বাজির রমরমা কমাতে রাজ্যে পরিবেশবান্ধব আতশবাজির প্রসারের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে নাগপুর থেকে রাজ্যে আসছেন বিশেষ প্রশিক্ষক দল।

সম্প্রতি সারা রাজ্য জুড়ে একের পর এক বোমা বিস্ফোরণ ও বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এমতাবস্থায় বেআইনী বাজি কারখানা ও বাজি ব্যবসা বন্ধ করতে বিকল্প হিসেবে রাজ্যে পরিবেশবান্ধব আতশবাজি কারখানা তৈরি করতে ও সেই মতো কর্মচারীদের প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, নাগপুর থেকে পরিবেশবান্ধব আতশবাজি তৈরির জন্য বিশেষ প্রশিক্ষকদের নিয়ে আসা হবে। তাঁরাই আগামী দু’মাস জেলায় জেলায় গিয়ে সরকারি তত্ত্বাবধানে পরিবেশবান্ধব সবুজ আতশবাজি তৈরির প্রশিক্ষণ দেবেন। জানা গিয়েছে, আগামী ২ মাস তারা এই প্রশিক্ষণ দেবেন। যদিও প্রশিক্ষণের সময় সীমা আরো বৃদ্ধি করার দাবি উঠেছে।