মু্খ্যমন্ত্রী আমাদের ফোনালাপ শোনেন, যোগীর বিরুদ্ধে অভিযোগ অখিলেশের

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টি সপ্রিমো প্রাক্তন মু্খ্যমন্ত্রী অখিলেশ যাদবের অভিযোগ, তাঁর ফোনে ও তাঁর দলের অন্য নেতাদের ফোনেও আড়ি পাতা হচ্ছে। এমনকি সেই কল রেকর্ড শুনছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এদিন বলেন, ‘‘প্রতি সন্ধ্যায় অনুপযোগী মু্খ্যমন্ত্রী আমাদের ফোনালাপ শোনেন। আমাদের ফোনে নিয়মিত আড়ি পাতা হচ্ছে।’’ একইসঙ্গে তিনি কংগ্রেসকেও কটাক্ষ করে বলেন, কংগ্রেসের মতোই কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের দমন করছে বিজেপি। তাঁর দাবি, ‘‘রাজ্যের মানুষ যোগী সরকার নয়, যোগ্য সরকার চায়। এত অনুপযোগী সরকার রাজ্যে কখনও আসেনি।’’

উল্লেখ্য যে, সমাজবাদী পার্টি সপ্রিমো অখিলেশ যাদবের ঘনিষ্ঠ কয়েক জনের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছে। এই হানার পরেই তিনি যোগী সরকারের বিরুদ্ধে আরও আক্রমনাত্তক হয়ে উঠেছেন বলে মনে করা হচ্ছে। অখিলেশ যোগী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্টিত হতে চলেছে। কিছু দিন আগেই অখিলেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশ এবং যোগীকে এক বন্ধনীতে রেখে তিনি বলেছিলেন, ‘‘ইউপি প্লাস যোগী, বহুত হ্যায় উপযোগী।’’ তাই প্রধানমন্ত্রীর সেই কথাকেই কটাক্ষ করে অখিলেশ বলেছেন, যোগীকে ‘অনুপযোগী’ বলে সম্মধন করলেন।