টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরায় মুসলিমদের মসজিদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর ও তাদের মারধরের অভিযোগ ওঠে। ঘটনা সরেজমিনে দেখতে ত্রিপুরা সফরে আসেন ভারতের বেশকিছু মুসলিম সংগঠনের একটি প্রতিনিধি দল। ত্রিপুরার উত্তেজনাপূর্ণ এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। কিন্তু প্রতিনিধি দলের অভিযোগ মুখ্যমন্ত্রীর ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। শেষমেষ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি। এ প্রসঙ্গে জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম সাহেব বলেন, “আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ভাবে সাক্ষাতের আবেদন করেছি। কিন্তু তিনি ব্যস্ত আছেন এই অজুহাত দেখিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি। এছাড়া তিনি বলেন, “রাজ্য পুলিশের ডিজিপির সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করা হয়। কিন্তু তিনিও দেখা করেননি।” মুসলিম সংগঠন গুলির এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, জামাআতে ইসলামী হিন্দের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ইঞ্জিনিয়ার। অল ইন্ডিয়া মুসলিম মজলিসে মুশাওরাত, জামায়াতে আহলে হাদীস, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল প্রভৃতি সংগঠনগুলির নেতৃবৃন্দ