ভোটের সময় আসলে বিজেপি ভাগাভাগির কথা বলে উত্তরবঙ্গে গিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর

ফাইল চিত্র

টিডিএন বাংলা ডেস্ক: ভোটের সময় যত এগিয়ে আসে বিজেপি ততো ভাগাভাগির কথা বলে উত্তরবঙ্গে গিয়ে এমনই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করে আলাদা রাজ্য গড়ার দাবি তুলেছে বেশ কিছু সংগঠন ও রাজনৈতিক দল। এমনকি তাদের আন্দোলনে হস্তক্ষেপ করলে রক্তের বন্যা বয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারিও দিয়েছে কেএলও জঙ্গিরা। এরই মধ্যে তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মী সম্মেলনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি বলছে আমরা বাংলাকে আলাদা করবো। আমি বলছি আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে আলাদা হতে দেবনা।’ এরপরই তিনি যোগ করেন, ‘রবীন্দ্রনাথকে আপনি ভাগ করতে পারবেন, কাজী নজরুলকে ভাগ করতে পারবেন, হিন্দু-মুসলিমদের ভাগ করতে পারবেন। আমরা সবাই এক আমরা এক হয়ে থাকবো।

উল্লেখ্য যে, উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠনের অভিযোগ কোনো সরকারই সেখানে উন্নয়নের কাজ করে না। তারা তাদের অধিকার আদায় করার জন্য পৃথক রাজ্য গঠনের প্রয়োজন বলেই মনে করেন। ইদানিং সেই পৃথকীকরণের দাবিকে কোনো কোনো বিজেপি নেতাও সমর্থন করছেন।