টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেছিলেন তপশিলি শ্রেণীর ধর্মীয়গুরু ‘গুরু রবিদাসের জন্ম বার্ষিকী’ উপলক্ষে ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের বেনারসে যান তাঁর অনুসারীরা। আর সেই কারনেই বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন এর সদর দফতরে এ বিষয়ে আলোচনার পরে সেই আবেদনে সারা দিয়ে ভোট পিছিয়ে দিল পঞ্জাবের নির্বাচন কমিশন। নির্বাচনের পরিবর্তিত দিন ঘোষণা করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। অর্থাৎ ছ’ দিনের জন্য পিছিয়ে দেওয়া হল বিধানসভা ভোট। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে, আগামী ২৫ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়া শুরু হবে পঞ্জাবে। আর মনোনয়ন জমা দেওয়া শেষ দিন হল ১ ফেব্রুয়ারি। যদিও ভোটগণনার দিন পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ১০ মার্চই হচ্ছে।
উল্লেখ্য যে, কমিশনকে লেখা চিঠিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি আবেদন করে ছিলেন, ‘ভোট পিছিয়ে দেওয়া হোক। ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্ম বার্ষিকী রয়েছে। ওই অনুষ্ঠানে তপশিলি শ্রেণীর বাসিন্দারা উত্তরপ্রদেশের বেনারসে যান প্রতি বছর। এবারেও তেমনটাই পরিকল্পনা রয়েছে অনেকের।’ চান্নির আরও বলেন, ‘ওই সম্প্রদায়ভুক্ত অনেক নাগরিক আমাকে অনুরোধ করেছেন যাতে ভোট কমপক্ষে ছ’ দিন পিছিয়ে দেওয়া হয়। আমারও বিষয়টি যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। কারণ, রায়দানের সুযোগ পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। সাংবিধানিক সেই অধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়াটাও প্রয়োজনীয়। বলে আমার মত।’ যদিও তার আগেই আম আদমি পার্টির তরফ থেকে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল।