টিডিএন বাংলা ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতায় ফের কনটেইনমেন্ট জোন ফিরতে চলেছে। এমনই ইঙ্গিত দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। পুরসভা সূত্রে খবর, যে ওয়ার্ডগুলিতে কনটেইনমেন্ট জোন করার কথা ভাবা হয়েছে সেগুলি হল ১০৮, ১০৯, ১১১, ৯৭ নম্বর ওয়ার্ড।
মাইক্রো কনটেইনমেন্ট জোন প্রসঙ্গে ফিরহাদ বলেন, “সোনারপুর-রাজপুর থেকে বহু মানুষ এদিকে আসছেন। সোনারপুর রাজপুরের মানুষের এদিকে আসা আটকাতে লাগোয়া ৭-৮টি ওয়ার্ডের সীমানা এলাকাকে কনটেইনমেন্ট করতে হচ্ছে। অনেকে এই ওয়ার্ডগুলিতে টিকা নিচ্ছেন না। নমুনা পরীক্ষা করাচ্ছেন না। শুধু কনটেনমেন্ট নয়, মাইক্রো কনটেইনমেন্ট জোন করারও সিদ্ধান্ত নিচ্ছি।” যেসব এলাকায় করোনার প্রকোপ বেশি, সেখানে চলবে নজরদারি। প্রয়োজনে মাইক্রো কনটেইনমেন্ট জোন করে বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন ফিরহাদ।
রাজপুর-সোনারপুর এবং ইএম বাইপাস লাগোয়া এলাকা গুলি ভাবাচ্ছে পুরসভাকে। এই এলাকাগুলির মধ্যে রয়েছে মুকুন্দপুর, মাদুরদহ, কালিকাপুর, বাঁশদ্রোনী, কংগ্রেস নগর, রেনিয়া, আতাবাগান, বৈষ্ণবঘাটা, পাটুলি, পঞ্চসায়র। যে অংশগুলি সীমান্ত লাগোয়া সেই অংশগুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। পুরসভা সূত্রে খবর, ইএম বাইপাস লাগোয়া এলাকাগুলিতে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার পাশাপাশি আরটিপিসিআর টেস্ট-এর উপর জোর দেওয়া হবে। প্রত্যেকটি বাড়ি ঘুরে স্বাস্থ্যকর্মীরা নাগরিকদের স্বাস্থ্যর বিষয়ে খোঁজ নেবেন।