করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট হাজির, ভয়ে ত্রস্ত বিশ্ব

টিডিএন বাংলা ডেস্ক : কোণঠাসা দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে করোনার নয়া দুশমন বি.১.১.৫২৯। এই ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাম দেওয়া হয়েছে ওমিক্রন।

নতুন প্রজাতির হদিস মেলে দক্ষিণ আফ্রিকায়। সেই দেশে অন্তত শ’খানেক করোনা আক্রান্তের দেহে মিলেছে ওমিক্রনের উপস্থিতি। দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে বিমান বন্ধ করেছে জার্মানি, ইতালি ও ব্রিটেনের মতো অনেক দেশ। ভারত অবশ্য এখনও সেই পথে হাঁটেনি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন এই প্রজাতিতে আক্রান্ত হওয়ার খবর ভারতে পাওয়া যায়নি।

ভাইরাসের চরিত্র বিশ্লেষণের জন্য বৈঠকে বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারা। সেখানে ঠিক হয়, করোনার এই নয়া প্রজাতিকে ‘ভ্যারিয়ান্ট অফ কনসার্ন ‘ বলে ঘোষণা করার। মনে করা হচ্ছে এইচআইভি আক্রান্ত কোনও এক ব্যক্তির থেকে করোনার নয়া ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট আগের থেকে অনেক বেশি সংক্রামক বা প্রাণঘাতী বা টিকার সুরক্ষাবর্ম ভেদকারী হতে পারে। ব্রিটেন, জার্মানির মতো দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই সংক্রমণ বাড়াচ্ছে। সেই দেশগুলো দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান বন্ধ করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো দক্ষিণ আফ্রিকায় নতুন প্রজাতির শিকার যতজন হয়েছেন, তাদের অধিকাংশেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়েছিল।