HighlightNewsরাজ্য

বাংলায় খনিতে মিলল শ্রমিকের মৃতদেহ! এলাকায় ব্যাপক চাঞ্চল্য, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে খনি থেকে মিলল শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ! গতকাল সোমবার রাতের এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ এবং অন্ডাল থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই শ্রমিকের নাম ব্রজগোপাল অধিকারী। বছর পঞ্চাশের এই ব্যক্তির বাড়ি লাউ দোয়া থানার ঝাঁজরা কলোনিতে। প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে ওই খনির কর্মীরা ভিতরে নামেন। নেমেই তাদের চোখে পড়ে ব্রজগোপালের ঝুলন্ত দেহ। আতঙ্কে চিৎকার ও হুড়োহুড়ি পড়ে যায় খনিতে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ইসিএল কর্তৃপক্ষকে।

সিআইএসএফ এবং অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি খুন না আত্মহত্যা তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে বিষয়টি অনেকটা সহজ হবে। প্রায় কুড়ি বছর ধরে এই কোলিয়ারিতে কাজ করা ব্রজগোপালের আয়ের উপর নির্ভর করেই চলে ছেলে-মেয়ে, স্ত্রী নিয়ে তার বিশাল সংসার। ব্রজগোপালের মৃত্যুতে গোটা পরিবারের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। আর সেই কারণেই ব্রজগোপালের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি তুলেছে বাম শ্রমিক সংগঠন সিটু।

Related Articles

Back to top button
error: