HighlightNewsরাজ্য

সকাল থেকেই শুরু হয়েছে ভবানীপুরের ভোটগণনা, তৃণমূল নিশ্চিত মমতার বিজয় নিয়ে

টিডিএন বাংলা ডেস্কঃ আজ রবিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভবানীপুর উপনির্বাচনের গণনা। ভবানীপুরে ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। গণনা হবে ২১ রাউন্ড। গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবারের উপনির্বাচনে ভবানীপুরে মোট ১২ জন প্রার্থী ভোটে দাঁড়িয়ে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি পেশায় একজন আইনজীবী। অন্যদিকে সিপিএমের প্রার্থী ছিলেন শ্রীজিব বিশ্বাস, তিনিও পেশায় আইনজীবী। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় নিয়ে অবশ্য কোনও সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। উপনির্বাচনী প্রচার পর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সকলের বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটা জেনেই তৃণমূল এ বার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে। বৃহস্পতিবার ভোটদানের ভাল হার সে দিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসকদলকে। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি। ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তাতে ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। এখন বিজয় কার জন্য অপেক্ষা করছে তা নিশ্চিত ভাবে জানতে আমাদের অপেক্ষা করতে হবে গণনা শেষ হওয়া পর্যন্ত।

Related Articles

Back to top button
error: