দেশ
করোনা পর্বে আত্মনির্ভর হয়েছে দেশ, মন কি বাতে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
টিডিএন বাংলা ডেস্ক: করোনা মহামারী পর্বে আত্মনির্ভর হয়েছে দেশ। মন কি বাত অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি বলেন, করোনার কারণে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছি আমরা। বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে সাপ্লাই চেন। এই কঠিন পরিস্থিতিতে নতুন কিছু শিখতে পেরেছি। দেশ শিখেছে কীভাবে আত্মনির্ভর হতে হয়। ভোকাল ফর লোকালকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে তৈরি খেলনার ব্যবহার বেড়েছে। একবছরে আমূল পরিবর্তন এসেছে মানুষের জীবনযাপনে।