টিডিএন বাংলা ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে গত ১৪ বছরের মধ্যে বর্তমানে ভারতের রপ্তানি বাণিজ্যের হার সর্বনিম্ন। যার ফলে দেশে দেখা দিয়েছে এক চরম অর্থনৈতিক অনিশ্চয়তা। এই রিপোর্টে দাবি করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের আমদানি ও রপ্তানি বাণিজ্য করোনাকালীন পরিস্থিতির জন্য প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্থ হয়েছে। যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। আমদানি বাণিজ্য করোনাকালীন ধাক্কা সামলে অনেকটাই চাঙ্গা হয়ে উঠলেও রপ্তানি বাণিজ্যের অবস্থা বেহাল। রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট অপরিবর্তিত রেখে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আজই প্রকাশিত বিশ্ব ক্ষুধার সূচকে ভারতের অবস্থান আরও অনেকটাই নিচে নামল। এমনকি তার প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের থেকেও বিশ্ব ক্ষুধার সূচকে ভারতের অবস্থান শোচনীয়। ফলে ভারতের অর্থনীতি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যদিও ভারত সরকার দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দাবি করেছে। তবে এই অনিশ্চয়তা কাটবে কিনা, পরিস্থিতির উন্নতি হবে না অবনতি হবে তা সময়ই বলবে।
১৪ বছরের মধ্যে রপ্তানি বাণিজ্যের হার সর্বনিম্ন, চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশ
প্রতীকী ছবি