টিডিএন বাংলা ডেস্কঃ জঙ্গি সন্দেহে মহম্মদ সলমন, মহম্মদ সালিম, আরিফ গুলাম বশির ধর্মপুরিয়া ও মহম্মদ হুসেন মোলানি নামের ৪ জনকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রাফতের করে। কিন্তু এ দিন NIA তাদের বিরুদ্ধে সন্তোষ জনক কোনো প্রমান দিতে না পারায় দিল্লি আদালত তাদের ৪ জন কেই বেকসুর খালাস করে দিল। জঙ্গি-অর্থের উৎস সন্ধান সংক্রান্ত মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তাদের গ্রাফতের করে ছিল। তাদের বিরুদ্ধে মূলত ভারতে অশান্তি ছড়ানোর পরিকল্পনা করার অভিযোগ ছিল। NIA-এর দাবী মসজিদ তৈরির নামে এই চার জনকে প্রচুর টাকা দিয়েছিল পাক জঙ্গি সংগঠন ফালা-ই-ইনসানিয়ত (FIF)। অভিযুক্ত ৪ জন মুসলিমকে জঙ্গি প্রমাণ করতে মহম্মদ সলমনের মোবাইল থেকে পাওয়া দু’টি বার্তা আদালতের সামনে তুলে ধরেন তদন্তকারী আধিকারিকরা। ওই বার্তায় লেখা, ‘ঘি তৈরিই আছে। বোম্বের দলও চলে আসবে। ওদের হাত দিয়েই পাঠিয়ে দেব।’ আর একটি বার্তায় লেখা, ‘তুমি তো খিদমতে ছিলে। তুমি জানবে না।’ তাঁরা সাঙ্কেতিক ভাষায় কথা বলতেন বলে দাবি করে NIA। এনআইএ আদালতে দাবি করে, ওই বার্তায় ‘ঘি’ মানে ছিল বিস্ফোরক। ‘খিদমত’ একটি উর্দু শব্দ। এর অর্থ ‘সেবায় নিয়োজিত’। এনআইএ-র আরও দাবি, জঙ্গি প্রশিক্ষণের কথা বলতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু ঠিক কী পদ্ধতি অবলম্বন করে এই সাঙ্কেতিক শব্দ দু’টির অর্থ খুঁজে বার করা হয়েছে সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি জাতীয় তদন্তকারী সংস্থা। আর এই কারণেই তদন্তকারী সংস্থার এই দাবি খারিজ করা হয়েছে বলে জানায় আদালত।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024