HighlightNewsদেশ

রাজ ঠাকরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল আদালত

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান তথা প্রয়াত বালাশাহেব ঠাকরের ভাতুষ্পুত্রের বিরুদ্ধে মহারাষ্ট্রের সাংলি জেলার একটি আদালত ১৪ বছরের পুরোনো একটি মামলায় জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। ২০০৮ সালে রাজ ঠাকরের বিরুদ্ধে আইপিসির ১০৯ এবং ১১৭ ধারায় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। ৬ এপ্রিল সাংলি জেলার শিরালায় প্রথম শ্রেণীর বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মুম্বাই পুলিশ কমিশনারকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেকে গ্রেফতার করার এবং তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিনই রাজ ঠাকরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়।
অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জ্যোতি পাটিল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিচারক রাজ ঠাকরে এবং অপর মহারাষ্ট্র নবনির্মাণ নেতা শিরীষ পারকারের বিরুদ্ধে মুম্বই পুলিশ কমিশনার এবং খেরওয়াদি থানার মাধ্যমে পরোয়ানা জারি করেন কারণ তাঁরা মামলা চলাকালীন হাজিরা দিতে ব্যর্থ হয়েছিলেন। তিনি আরো বলেন, আদালত পুলিশকে ৮ জুনের মধ্যে পরোয়ানা কার্যকর করতে এবং দুই নেতাকে হাজির করতে নির্দেশ দিয়েছে।

Related Articles

Back to top button
error: