টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি আদালত মদ নীতি মামলা সম্পর্কিত আর্থিক তছরুপের মামলায় মণীশ সিসোদিয়ার হেফাজত ১৪দিন বাড়িয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন সিসোদিয়া। এদিন, ৫ দিনের ইডি রিমান্ড শেষ হওয়ার পরে সিসোদিয়াকে বুধবার রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। একইসঙ্গে, এদিন জেলে বই পড়ার আবেদনও করেন সিসোদিয়া। এ বিষয়ে আদালত অনুমতি দিয়েছে।
উল্লেখ্য, সিবিআই এবং ইডি উভয়ই মদ নীতি মামলার তদন্ত করছে। সিসোদিয়াকে ৯ মার্চ তিহার জেল থেকে গ্রেফতার করে ইডি। মণীশ ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত ইডি রিমান্ডে রয়েছেন। ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত তিনি সিবিআইয়ের হেফাজতে থাকবেন।