টিডিএন বাংলা ডেস্ক: এসএসসি, এমএসসি, টেটের পাশাপাশি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের একটি বিক্ষোভ মিছিলের রাস্তা নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা পুলিশের সেই আপত্তি উড়িয়ে ওই রাস্তা দিয়েই বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার অনুমতি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। খবরে প্রকাশ, আগামীকাল, বুধবার সরকারি গ্রুপ ডি শ্রেণীর চাকরি প্রার্থীরা ক্যামাক স্ট্রিট হয়ে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। কলকাতা পুলিশ বেশি আপত্তি করার ফলে ২১ জুলাইয়ের তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভার প্রসঙ্গ তোলেন খোদ হাইকোর্টের বিচারপতি।
এদিনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগে আন্দোলনকারীদের মিছিল নির্দিষ্ট রুট দিয়েই নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তের। যদিও একইসঙ্গে তিনি মিছিলের উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছেন ওই রাস্তায় মিছিলের জন্য যেন কোনও মানুষের দুর্ভোগ না হয় দেখতে হবে।