HighlightNewsদেশ

দিল্লি দাঙ্গার দোষীদের আড়াল করা হচ্ছে? তদন্তের নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক : ২০২০ ফেব্রুয়ারিতে দিল্লিতে ঘটেছিল রক্তক্ষয়ী দাঙ্গা। পরবর্তীতে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে সেটা ছিল পরিকল্পিত নিধনযজ্ঞ। দিল্লি পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছে। উপযুক্ত প্রমানের অভাবে খালাসপ্রাপ্তদের ইচ্ছাকৃত ভাবে রক্ষা করার প্রচেষ্টা করা হয়েছিল কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভাট। অভিযোগকারী ফিরোজ খানের একটি ওষুধের দোকান এবং বাড়ি লুটপাট করা হয়। প্রায় 23 লক্ষ টাকার ওষুধ ও প্রসাধনী নিয়ে যায় দুষ্কৃতীরা। বিচারক বলেন যে, অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের মিথ্যা মামলায় জড়িত করা হয়েছিল তার জন্য নয়। ঘটনাটি ঘটেছে কিন্তু তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে খালাস দিতে বাধ্য হচ্ছি। এরপরই অপরাধীদের রক্ষা করার কোন ইচ্ছা কৃত চেষ্টা করা হয়েছে কিনা তার তদন্তের আদেশ দেন দায়রা জজ।

তিনি আরো উল্লেখ করেছেন যে, এই মামলার একমাত্র সাক্ষী ফিরোজ খান দাবি করেছিলেন যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে থানায় তাকে দেখানো ছবি থেকে। চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা অন্য সাক্ষীদের খুঁজে বের করার চেষ্টা করেছেন কিনা তা উল্লেখ করেননি। প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থক এবং এর প্রতিবাদকারীদের মধ্যে হিংসা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলে ২০২০ সালের ফেব্রুয়ারীতে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ৫৩ জন মারা গিয়েছিল এবং ৭০০ জনেরও বেশি আহত হয়। সংবাদ সূত্র- পূবের কলম

Related Articles

Back to top button
error: