HighlightNewsদেশ

অ্যান্টেনার দিন শেষ! দূরদর্শন দেখতেও লাগবে কেবিল বা ডিটিএইচ

টিডিএন বাংলা ডেস্ক : অ্যান্টেনার দিন শেষ। দূরদর্শন দেখতেও এবার শরণাপন্ন হতে হবে কেবল বা ডিটিএইচ- এর। তেমনি আশঙ্কা প্রসার ভারতীর নয়া সিদ্ধান্তে। আগামী ৫ মাসের মধ্যে দেশজুড়ে তারা ৪১২টি অ্যানালগ টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বা রিলে সেন্টার বন্ধ করতে চলেছে তারা। সীমান্ত এলাকায় স্বাধীনতার পর থেকে এই পরিষেবা দিয়ে আসছে দূরদর্শন। কিন্তু শহরে বাড়ছে কেবিলের দাপট। যদিও গ্রামের মানুষের এখনও ভরসা সেই অ্যান্টেনা। সম্প্রতি এক বিবৃতিতে প্রসার ভারতী জানিয়েছে, ২০২২-এর মার্চের মধ্যে তিন দফায় দেশের ৪১২টি রিলে সেন্টার বন্ধ করা হবে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, পুরুলিয়া, শান্তিনিকেতন, ফরাক্কা, বহরমপুর, আসানসোল সহ কুড়িটি সেন্টার। ফলে পুজোর আবহে দুশ্চিন্তায় দূরদর্শনের হাজার হাজার কর্মী। শুধু তাই নয়। সেন্টারগুলির জমিও বিক্রি করে দেওয়ার নির্দেশিকা এসেছে।

দাবি করা হচ্ছে, ৪১২টি সেন্টার বন্ধের ফলে বছরে ১০০ কোটি টাকা সাশ্রয় হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় অ্যানালগ ব্যবস্থাকে ডিজিটালে উন্নত করতে ৬৩০টি সেন্টার বেছে নেওয়া হয়। এরজন্য ধার্য হয় ৩,৬০০ কোটি টাকা। মোদি সরকার ক্ষমতায় আসার পর ২২৮টি সেন্টারকে ডিজিটাল ট্রান্সমিশনের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ১৯টি সেন্টারে এই ব্যবস্থা কার্যকরী হয়। তারপরেই স্তব্ধ হয়ে যায় গোটা প্রক্রিয়া।

Related Articles

Back to top button
error: