HighlightNewsদেশবিনোদন

প্রয়াত বলিউডের বর্ষীয়ান সঙ্গীতশিল্পী ভুপিন্দর সিং, শোকের ছায়া সঙ্গীতের জগতে

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বইয়ের হাসপাতালে মৃত্যুবরণ করলেন বলিউডের বর্ষীয়ান সঙ্গীতশিল্পী ভুপিন্দর সিং। তাঁর স্ত্রী মিতালি সিং ভুপিন্দরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বেশ কিছু দিন থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার ভুগছিলেন তিনি। তাঁর শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছিল। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। অসুস্থতা বাড়তে থাকায় কয়েক দিন আগেই তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তী করা হয়।

কিন্তু সোমবার তার অবস্থার দ্রুত অবনতি শুরু হয়। অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি। সোমবার সন্ধ্যায় ওই হাসপাতালেই চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতমহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তবে তিনি না থাকলেও থেকে যাবে তাঁর হিন্দি ও বাংলা ভাষার অসংখ্য সঙ্গিত। একটা সময়ে বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক সিংগার ছিলেন ভুপিন্দর সিং। আর সেই সঙ্গিতের মধ্য দিয়েই তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন।

Related Articles

Back to top button
error: