কৃষকদের ঋণ আমাদের সবার ওপর আছে, অহংকারের সিংহাসন থেকে নেমে ভাবুন; নাম না করেই মোদিকে আক্রমণ রাহুলের

Rahul Gandhi
Screenshot taken from twitter account of Rahul Gandhi

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লি সীমান্তে লাগাতার পাঁচ দিন ধরে কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে চলেছেন হাজার হাজার কৃষকরা। কৃষকদের লাগাতার চলতে থাকা এই আন্দোলনের পক্ষে সওয়াল করে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করে রাহুল গান্ধী লেখেন, আমাদের সবার ওপর কৃষকদের ঋণ আছে। অহংকারের সিংহাসন থেকে নেমে ভাবুন এবং কৃষকদের তাদের অধিকার দিন। উল্লেখ্য আজ দুপুর তিনটে নাগাদ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষক সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করার জন্য আহ্বান জানিয়েছেন।

এই বৈঠকের আগে এদিন সকালেই রাহুল গান্ধী টুইট করে লেখেন,”অন্নদাতা রাস্তায়-ময়দানে ধরনা দিচ্ছেন, আর টিভিতে ‘মিথ্যে’ ভাষণ! কৃষকদের পরিশ্রমের আমাদের সবার উপর ঋণ রয়েছে। এই ঋণ তাদের নেয় এবং অধিকার দিয়েই মুক্ত করা সম্ভব, তাঁদের উপেক্ষা করে নয়, লাঠি মেরে এবং কাঁদুনে গ্যাস প্রয়োগ করে নয়। জাগুন।”