নোটবন্দির সিদ্ধান্ত ভারতের জন্যে আশীর্বাদ ছিলো, চতুর্থ বর্ষপূর্তীতে দাবি মোদীর

ছবি সৌজন্যে নরেন্দ্র মোদির টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: নোটবন্দির সিদ্ধান্ত ভারতের জন্যে আশীর্বাদ ছিলো। নোটবাতিলের চতুর্থ বর্ষপূর্তীতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক বার্তায় তিনি বলেন, ‘নোট বাতিল সিদ্ধান্ত ছিল ভারতের জন্য আশীর্বাদ।’

নোট বাতিলের ফলে অর্থনীতিতে কালো টাকা যেমন কমেছে, একইসঙ্গে বেড়েছে কর আদায়। পাশাপাশি দেশে আর্থিক লেনদেনেও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। সার্বিকভাবে নোট বাতিলের ফলে দেশে উন্নয়নে গতি এসেছে। তবে, শুধু মোদীর দাবিই নয়, একই দাবি করেছে তাঁর দল বিজেপিও।