টিডিএন বাংলা ডেস্ক: ঝাড়গ্ৰামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনি ও রবিবার গ্ৰফতার হওয়া কুড়মি সমাজের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো মোট ৮ জন কুড়মি নেতার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন ঝাড়গ্রাম আদালতের বিচারক। আগামী ২৯ মে তাদের স্পেশাল কোর্টে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঝাড়গ্ৰামে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সেই কনভয়ে হামলা চালায় কিছু ব্যক্তি। এই সময় যেহেতু সেখানে কুর্মী সম্প্রদায়ের মানুষরা বিক্ষোভ দেখা চ্ছিল তাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই। যদিও কুর্মী নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। উল্টে তাদের অভিযোগ তাদের আন্দোলনকে দুর্বল করতে ষড়যন্ত্র করা হচ্ছে।