টিডিএন বাংলা ডেস্ক: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুদ্রা নীতি কমিটি শোভার ফলাফল অনুসারে আরবিআই রেপো রেট কোনো পরিবর্তন হয়নি। এর পাশাপাশি রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে।আরবিআই চার শতাংশ রেপো রেট বজায় রাখার ঘোষণা দিয়েছে। এ ছাড়া বিপরীত রেপো হারও রাখা হয়েছে ৩.৩৫ শতাংশ। এই নিয়ে লাগাতার তৃতীয়বার আরবিআই রেপো রেট এবং বিপরীত রেপো রেটেও কোনো পরিবর্তন আনেনি। এছাড়াও এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৭.৫% ধরা হয়েছে।
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ২০২১ শালির জন্য বাস্তবিক জিডিপি গ্রোথ অনুমান করা হয়েছে ৭.৫%। তিনি আরো বলেন গ্রামীণ এবং শহরের চাহিদার উন্নতি আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে আর শহুরে চাহিদারও গতি বৃদ্ধি পাচ্ছে।