টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেতা সোনু সুদকে পাঞ্জাবের আইকন হিসাবে নিযুক্ত করলো নির্বাচন কমিশন। সোমবার এক বিবৃতিতে কমিশনের পঞ্জাবের চিফ ইলেক্টোরাল অফিসার এস করুণা রাজু জানিয়েছেন, পঞ্জাবের আইকন হিসেবে নিযুক্তির জন্য অভিনেতার নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, তা গৃহীত হয়েছে। এদিকে সোনু সুদকে আইকন করার পরেই শুভেচ্ছার জোয়ার অনুরাগীদের।