টিডিএন বাংলা ডেস্ক: আগামী বছর ২০২২ সালে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, গুজরাট, মনিপুর, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্টিত হতে চলেছে। সেই উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার ও বিরোধী দলগুলি। ১৫ ডিসেম্বর থেকেই উক্ত রাজ্যগুলিতে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকদের একটি প্রতিনিধি দল। ২০২২ সালের জানুয়ারি মাসেই সম্ভবত ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। জানুয়ারি থেকেই হয়তো শুরু হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়া। কমিশন সূত্রে খবর, মার্চের মধ্যেই সব রাজ্যের নির্বাচন সম্পন্ন করতে চায় তারা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ১৫ এবং ১৬ ডিসেম্বর পঞ্জাব থেকেই সেই সফর শুরু করতে চলেছেন কমিশনের আধিকারিকরা। সেই প্রতিনিধি দলে থাকতে পারেন মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল চন্দ্রা, নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং অনুপ চন্ত্র পাণ্ডে ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সফরে পাঞ্জাবের প্রশাসনিক কর্তা, পুলিশ প্রশাসনের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলবেন কমিশনের আধিকারিকরা।