HighlightNewsদেশ

জল্পনার অবসান, যশবন্তই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী, বৈঠক শেষে ঘোষণা পাওয়ারের

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন তৃণমূলের প্রবীণ সাংসদ যশবন্ত সিনহা। আজ সকালেই রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী নির্বাচন নিয়ে বিরোধী দলীয় বৈঠক শুরু হওয়ার পূর্বেই যশবন্ত সিনহা টুইট করে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন। তারই প্রায় নিশ্চিত হয়ে যায় যে যশবন্তই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী হতে চলেছেন। অবশেষে বিরোধী দলীয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে শরদ পাওয়ার ঘোষণা করেন যশবন্তকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী করার বিষয়ে সবাই ঐক্য মতে পৌচেছেন।

প্রসঙ্গত, মমতার উদ্যোগে ইতিপূর্বে একটি বিরোধী দলীয় বৈঠক হলেও সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রথমেই শরদ পাওয়ার, তারপর ফারুক আবদুল্লা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী হওয়ার বিষয়ে তাদের অনীহার কথা জানিয়ে দেন। এরপর মনে করা হচ্ছিল মমতার বাজি হবেন গোপালকৃষ্ণ গান্ধী। কিন্তু তিনিও প্রার্থী হতে অস্বীকৃত হন। এরপরই জল্পনা শুরু হয় যশবন্তই হতে চলেছেন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। এবার সেই জল্পনাই সত্যি হল।

Related Articles

Back to top button
error: