ঘর শত্রু বিভীষণ! রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে সরব পদ্ম সাংসদ
টিডিএন বাংলা ডেস্ক : কোষাগার ভরাতে মোদি সরকারের পরিকল্পনা—সরকারি সম্পত্তি ‘বিক্রি’। ব্যাঙ্ক, বিমা, জাতীয় সড়ক, ট্রেন, টয় ট্রেন, বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎ, কয়লা, কী নেই সেই তালিকায়! বিরোধীরা তো আছেই, এমনকী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ চরমে। ফের একবার মোদি সরকারের বিরুদ্ধেই ট্যুইটারে গর্জে উঠেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর স্পষ্ট অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি আদতে দেউলিয়া মানসিকতা ও হতাশার পরিচয়।
বরাবরই ঠোঁটকাটা বলেই পরিচিত তিনি। যেটা ঠিক বলে মনে হয়েছে, তার বলতে মোটেও কুন্ঠাবোধ করেন না স্বামী। এর আগে একাধিক কেন্দ্রীয় নীতির সমালোচনায় করেছেন তিনি। ক’দিন আগেই ট্যুইটারে তোপ দেগেছেন, ‘নরেন্দ্র মোদি দেশের রাজা নন।’ এবার সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় কেন্দ্রের বিজেপি সরকারের দেশের সম্পদ বিক্রির চেষ্টা। ট্যুইটে তিনি লিখেছেন, অর্থনীতি যখন গভীর সঙ্কটে, তখন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করা আদতে মানসিকভাবে দেউলিয়া এবং হতাশার সঙ্কেত। সিএসও তথ্য বলছে, সেই ২০১৬ সাল থেকে দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী। মোদি সরকার একথা অস্বীকার করতে পারবে না।’
এই অবস্থা থেকে মুক্তির উপায় কী? শ্রীধর নামে এক ব্যক্তির এই প্রশ্নের জবাবে বিজেপির রাজ্যসভার সদস্য সাফ জানান, পরিস্থিতি বিচার করে উপযুক্ত আর্থিক নীতি কার্যকর করতে হবে। নেট নাগরিকদের কয়েকজন অবশ্য স্বামীকে ট্যুইটারে ‘বিদ্রোহ’ না করে দলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনে লগ্নির লক্ষ্যমাত্রা ৬ লক্ষ কোটি টাকা। কিন্তু সেই সিদ্ধান্তে যে দলের একাংশের প্রবল আপত্তি আছে। তা এদিন স্বামীর ট্যুইট থেকেই স্পষ্ট।