HighlightNewsদেশ

“ভারত সরকারের ব্যর্থতাই দেশকে লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে”; মোদিকে চিঠি লিখে জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পাঠালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চিঠির প্রথম থেকেই মানুষের কল্যাণে কেন্দ্র সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে একাধিক পরামর্শ দেওয়ার পাশাপাশি দেশের কোভিড পরিস্থিতির জন্য কেন্দ্রের সরকারকে দোষারোপ করেছেন রাহুল গান্ধী। তিনি লিখেছেন,”কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা দেশকে ফের অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে।”কেন্দ্রের সরকারের এই ব্যর্থতার কারণ হিসেবে রাহুল গান্ধী মনে করেন, করোনার বিরুদ্ধে আগেভাগেই জয় ঘোষণা করে দিয়েছিল মোদি সরকার। যার ফলে দেশের এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা ওই চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন,”কোভিড সুনামি সমান তালে তাণ্ডব চালানোয় আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। এই অভূতপূর্ব সংকটের সময়ে আপনার একমাত্র প্রাধান্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। দেশের মানুষ যে প্রবল কষ্টের মধ্যে দিয়ে চলেছেন, তা থামাতে আপনার সব কিছু করা উচিত। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের দায়িত্বের কথা মনে রাখা প্রয়োজন।”

প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠির বক্তব্য অনুযায়ী, রাহুল গান্ধী মনে করেনভারতের নাগরিক বৈচিত্র্যের কারণে নোভেল করোনাভাইরাস এতবার রূপ পাল্টে আক্রমণ করতে পারছে। এই পরিস্থিতিতে বৈজ্ঞানিক উপায় অবলম্বনের পরামর্শ দিয়ে রাহুল গান্ধী লিখেছেন,”বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশে ভাইরাসের প্রজাতি পরিবর্তনের দিকে নজর রাখা, নতুন প্রজাতির উপর ভাইরাসের কর্মক্ষমতা কতটা, তা বিচার করা, দেশের মানুষের দ্রুত টিকাকরণ করা ও ভারতের আবিষ্কার সম্পর্কে সারা পৃথিবীর মানুষকে অবগত করা।”

Related Articles

Back to top button
error: