HighlightNewsরাজ্য

আমতার যুবক মেহরাবের মৃত্যুতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের, দাবি সিবিআই তদন্তের

টিডিএন বাংলা ডেস্ক : আমতার যুবক আনিস খানের মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। আবারও শিরনামে উঠে এলো সেই আমতা থানার নাম। না এবার আনিসের কারণে নয় মেহরাবের কারণে। মেহরাবের পরিবারের অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি মেহরাব আলি নামে ওই যুবককে তাঁর আমতার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন এলাকারই কয়েকজন পরিচিত ব্যক্তি। তারপর তারা জোর করে বোমা বানাতে বাধ্য করে মেহরাবকে। আর সেই বোমা বাঁধতে গিয়েই কোনো ভুলের কারণে বা অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটে সেখানে। এই দূর্ঘটনায় মৃত্যু হয় মেহরাব আলি নামের ওই যুবকের। তাঁর পরিবার জানিয়েছে, তারা এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ছিলেন। কিন্তু তারপরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এই দাবিতে ইতিমধ্যেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন।

এখনও পর্যন্ত পুলিশ এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ না করায় এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা করছেন মেহরাবের বাবা। আর সেই কারণেই তাঁর ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এদিকে খবরে প্রকাশ, মেহরাবের স্ত্রীর সম্মতি দেওয়ার পরে মেহরাবের দেহ সমাহিত করা হয়।

Related Articles

Back to top button
error: