টিডিএন বাংলা ডেস্ক: চলে গেলেন ‘পাণ্ডব গোয়েন্দা’ খ্যাত বিশিষ্ট সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। দীর্ঘ দিন বয়সকাল জনিত বিভিন্ন সমস্যায় ভোগার পর অবশেষে আজ শুক্রবার সকাল ১১টা নাগাদ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৮২ বছর। গোয়েন্দা চরিত্র ‘পাণ্ডব গোয়েন্দা’র জন্য শিশু কিশোরদের মধ্যে বেশ জন প্রিয়তা পেয়ে ছিলেন তিনি।
জানা গিয়েছে, কিছু দিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু গত রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ষষ্ঠীপদকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর আজ তাঁর মৃত্যুর খবর এলো। তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ‘চতুর্থ তদন্ত’, ‘সোনার গণপতি হীরের চোখ’, ‘কাকাহিগড় অভিযান’, ‘সেরা রহস্য পঁচিশ’,‘কিংবদন্তীর বিক্রমাদিত্য’, ‘পুণ্যতীর্থে ভ্রমণ’, ‘কেদারনাথ’, ‘হিমালয়ের নয় দেবী’ ইত্যাদি উল্লেখযোগ্য।