আশঙ্কাই সত্যি! গুলাবের কাঁটায় বলি ২ মৎস্যজীবী

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ফিরে আসবে ২০১৮-র তিতলির স্মৃতি। গুলাবের পূর্বাভাস দেওয়ার সময়, এমনই আশঙ্কার কথা শুনিয়েছিল আবহাওয়াবিদরা। সেই পূর্বাভাস সত্য করে রবিবার সন্ধ্যেয় ৬টার কিছু পড়ে ল্যান্ডফল শুরু হয় গুলাবের। অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার উপকূল সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের শেষদিকে সাইক্লোনের সর্বাধিক গতিবেগ থাকবে ৯৫-১০০ কিমি। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। যখন ‘গুলাব’ আছড়ে পড়েছে ঠিক তখনই কলিঙ্গপত্তনমে মাঝ সমুদ্র থেকে ফেরার পথেই ট্রলার ডুবি। উপকূল রক্ষাবাহিনীর তৎপরতায় তিন’জন প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে দুই মৎস্যজীবীর।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, রবিবার সারারাত অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা ও ওড়িশার উপকূলে চলবে তাণ্ডব। ওই অঞ্চলে কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। ফোনে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির সঙ্গে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কথা বলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ঘূর্নিঝড়ে একটি প্রাণও হারাতে দেবেন না বলে চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কলিঙ্গপত্তনম জেলা প্রশাসন জানিয়েছে, মোট ৬১টি ত্রান শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে ১ হাজার ১০০জন।তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্নিঝড়ের প্রভাব সেভাবে না পড়লেও মঙ্গল ও বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।