ইব্রাহিম মন্ডল,টিডিএন বাংলা,নিউ দিল্লি: আসামের দরং জিলার গরুখুটি এলাকায় উচ্ছেদ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন দুইজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের উপর অমানবিক নির্যাতন চালায় পুলিশ। তারই প্রেক্ষিতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে। এরই প্রতিবাদে আজ দিল্লির আসাম ভবন ঘেরাওয়ের ডাক দেয় ফ্রাটেরনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া। দিল্লির আসাম ভবনের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে থাকে সংগঠনটি। প্রতিবাদ মিছিল চলা কালীন ছাত্র সংগঠনটির নেতাদেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। প্রতিবাদে অংশ গ্রহণ করে গ্রেফতার হন কেন্দ্রীয় সভাপতি সামসির ইব্রাহিম, সম্পাদক আবু তালহা আবদাল ও আফরিন ফাতিমা। কেন্দ্রীয় কার্যকরী কমিটির মেম্বার ওয়াসিম আর এস, সার্জিল ওসমানী, আইসা রেন্না এবং সমর্থকরা। এই বিষয়ে ফ্রেটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা বলেন,”আসামে যে ঘটনা ঘটেছে তা অমানবিক এবং তার বিরুদ্ধে আজ দিল্লির আসাম ভবন ঘেওরাওয়ের ডাক দিয়ে ছিলাম আমরা। কিন্তু যেভাবে দিল্লি পুলিশ নির্লজ্জ ভাবে আমাদের সর্বভারতীয় নেতৃত্বকে গ্রেফতার করেছে তার নিন্দা জানাই এবং অতিসত্তর নিঃস্বার্থ মুক্তির দাবি জানাই।”
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024