মেয়ের বিয়েতে বাবা-মায়ের উপহার পণ নয়, নির্দেশ হাইকোর্টের

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : বিয়ের সময় মেয়েকে প্রত্যেক বাবা-মা দিয়ে থাকেন উপহার। আর সেই উপহারকে পণ হিসেবে বিবেচনা করা যাবে না। এমনই রায় দিল কেরালা হাইকোর্ট। যদিও এই রায়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাহল, কোনটা পণ আর কোনটা যৌতুক বা উপহার তা কী করে নির্ধারণ হবে?

কেরলের কোল্লামে পণ প্রতিরোধী আধিকারিক কনের বাবা-মায়ের উপহার দেওয়া গয়না ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে থুরিয়ুরের এক ব্যক্তি কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার এদিন রায় দিল আদালত। আবেদনকারীর দাবি, পণ-প্রতিরোধী অফিসারের এরকম নির্দেশ দেওয়ার কোনও অধিকার নেই। এই শুনে বিচারপতি এম আর অনেকে প্রশ্ন করেন, ওই গয়না উপহার নাকি পণ কীভাবে নিশ্চিত হলেন? বিচারপতি জানিয়েছেন, স্বেচ্ছায় মেয়ের বিয়েতে তার বাবা-মায়ের দেওয়া উপহারকে পণ বলা যাবে না।