বিচার বিভাগের ওপর সরকারের কোনো চাপ নেই, মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের

টিডিএন বাংলা ডেস্ক: বিচারক হিসাবে ২৩ বছর পূর্ণ করতে চলা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া টুডে-এর অনুষ্ঠানে বলেছেন, বিচার বিভাগের ওপর সরকারের কোনো চাপ নেই। তিনি বলেন, চাপ আছে, কিন্তু মনের উপর, যাতে মামলার সঠিক সমাধান পাওয়া যায়। তার সঠিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাঁর পছন্দ, কলেজিয়াম সিস্টেম, বিচারপতিদের অনলাইন ট্রোলিং নিয়েও কথা বলেন। তিনি বলেন, তিনি যদি একজন ক্রিকেটার হতেন তবে তিনি রাহুল দ্রাবিড়ের মতো হতেন।
আইনমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর একটা বিশ্বাস আছে। আমার একটি মতামত আছে এবং একটি পার্থক্য হতে বাধ্য। সর্বোপরি, মতামতের পার্থক্য থাকলে দোষ কী? আমাদের বিচার বিভাগের মধ্যে উপলব্ধির পার্থক্য মোকাবিলা করতে হবে।
সমকামী বিচারক সৌরভ কৃপালের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যা উল্লেখ করছেন তা সবার কাছে সর্বজনীনভাবে পরিচিত ছিল। এটা কারো জীবনের ঝুঁকির বিষয় ছিল না। ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট ছিল এসম্পর্কে। বিষয়টি গণমাধ্যমে জানা গেছে, আমরা শুধু বলেছি বিচারকের মতো উচ্চ পদে বসার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।