সরকার বিচারকদের অপমান করা শুরু করেছে, এটি দুর্ভাগ্যজনক : প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক : সরকারের পছন্দ মতো না চললে বা সরকারের ইচ্ছা মতো রায় না পেলে বিচারকদের অপমান করার একটা নতুন প্রবণতা শুরু হয়েছে দেশ জুড়ে এমনই বিস্ফোরক অভিযোগ শোনা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনার মুখে। তার মতে যেই সরকারের বিরুদ্ধচারণ করেছে সেই ফেঁসেছ। সে যেই হোকনা কেন তাকে অপমানিত হতে হচ্ছে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এখন নতুন প্রবনতা হয়ে দাঁড়িয়েছে। প্রধান বিচারপতি এনভি রমনা শুক্রবার অভিযোগ করেন, যে বিচারকের ঘোষণা সরকারের পছন্দ অনুযায়ী না হলে সরকার কর্তৃক বিচারকদের অপমান করা হচ্ছে যা খুবই দুর্ভাগ্যজনক প্রবণতা।

ছত্তিশগড় সরকার এবং একজন কর্মীর দায়ের করা দুটি পৃথক আপিলের শুনানি চলাকালীন রমনা এই সব অভিযোগ করেন।
ছত্তিশগড় সরকারের সেই এফআইআর বাতিল করে, ছত্তিশগড় হাইকোর্ট বলেছিল যে মামলাটি সম্ভাব্যতার উপর ভিত্তি করে এবং “সম্ভাব্যতার ভিত্তিতে কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না।” সেই রায়ে আদালত আরও বলেছিল যে সরকার তার মামলাটি প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি জমা করতে ব্যর্থ হয়েছে। এরপর আদালত শুনানি স্থগিত করে এবং ১৮ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করে। এই মামলা প্রসঙ্গেই প্রধান বিচারপতি রমনা বলেন, “আপনি যে যুদ্ধই গ্রহণ করুন না কেন, সে ঠিক আছে। তবে আদালতকে অপমান করার চেষ্টা করবেন না। আমি এই আদালতেও দেখছি, এটি একটি নতুন প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে।”

সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী এদিন দুটি আপিলের একটিতে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। এদিন তাঁকে উদ্দেশ্য করে রমনা বলেন , “আমরা এটি প্রতিদিন দেখছি। আপনি একজন সিনিয়র কাউন্সেল, আপনি এটি আমাদের চেয়ে বেশি দেখেছেন। এটি একটি নতুন প্রবণতা। সরকার বিচারকদের অপমান করা শুরু করেছে। এটি দুর্ভাগ্যজনক।”

উল্লেখ্য যে, বর্তমানে ভারতের বিচার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জোড়ালো প্রয়াস শুরু হয়েছে বলে অভিযোগ করে আসছেন বিভিন্ন সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা। প্রধান বিচারপতির এই অভিযোগের পর সেই অভিযোগ আরও জোড়ালো হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।