HighlightNewsদেশ

সরকার একদিকে বৈঠকে বসার জন্য আহ্বান জানাচ্ছে আর অপরদিকে কৃষকদের ওপর টিয়ার গ্যাসের বর্ষণ করছে; অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার

টিডিএন বাংলা ডেস্ক: আজ কেন্দ্রের সঙ্গে অষ্টম দফার বৈঠকে বসবে আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তার আগেই একটি ভিডিও শেয়ার করে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের ওপর টিয়ার গ্যাস বর্ষণের অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। কেন্দ্রের মোদি সরকারকে নিষ্ঠুর এবং জেদি সম্ভাষণ করে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, দিল্লির সীমান্তে কড়া ঠান্ডার মধ্যে আন্দোলনরত কৃষকদের ওপর সরকার টিয়ার গ্যাস বর্ষণ করছে।

একটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন,”সরকার একদিকে কৃষকদের আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে আর অপরদিকে কড়া ঠান্ডার মধ্যে তাঁদের ওপর টিয়ার গ্যাস বর্ষণ করছে। এই যে বি এবং নিষ্ঠুর ব্যবহারের জন্যই এখনো পর্যন্ত ৬০ জন কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকরা কিভাবে এমন নিষ্ঠুর সরকারের ওপর বিশ্বাস করবে?”

নিজের এই টুইটের সাথে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কৃষকদের জমায়েত করা ট্রাক্টরের ওপর টিয়ার গ্যাসের বর্ষণ হচ্ছে এবং যিনি ওই ভিডিওটি তৈরি করেছেন তিনি বলছেন, কৃষকদের ট্রাক্টরের ওপর লাগাতার দশ থেকে বারোটি টিয়ার গ্যাসের গোলা ছুঁড়ে হামলা করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: