নাছোড় কেন্দ্র, পেগাসাসকাণ্ডে সুপ্রিমকোর্ট হলফনামা দিতে নারাজ সরকার
টিডিএন বাংলা ডেস্ক : বিতর্ক-বিবাদের পরেও পেগাসাস ইস্যুতে সুপ্রিমকোর্টে হলফনামা দিতে নারাজ কেন্দ্র। শীর্ষ আদালতের বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির ডিভিশন বেঞ্চে সলিসিটর জেরারেল তুষার মেহতা বলেছেন, বিষয়টি গোপন করার কিছুই নেই। তবে এরসঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িয়ে রয়েছে। সুতরাং, দেশের স্বার্থে বিস্তারিত হলফনামা পেশ করতে পারে না।
তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে সলিসিটর জেনারেল জানান, নথি প্রকাশ করা যায় কি না, সে ব্যাপারে সরকার আলাপ আলোচনা করেছিল। সরকার মনে করছে, পেগাসাস ইস্যুতে কোনও সফটওয়্যার ব্যবহার করে আঁড়ি পাতা হয়েছিল কি না, তা নিয়ে শীর্ষ আদালতে সওয়াল জবাবের কোনও প্রয়োজন নেই। আলোচনা হলে গুরুত্বপূর্ণ নথি প্রকাশিত হবে, যা ঘুরিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কী সফটওয়ার ব্যবহার করেছি, তা সরকারকে জানানো যাবে না। আদালতের তরফে কেন্দ্র কে বলা হয়, ‘সিদ্ধান্ত যখন পরিবর্তন করা হয়েছে, তবে তা আদালতকে আগে জানানো উচিৎ ছিল।’
তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সলিসিটর জেনারেলকে বলে, আমরা সরকারের তরফ থেকে গোটা বিষয়ে এফিডেভিট দাখিল করতে বলছি না। জাতীয় নিরাপত্তার পক্ষে সওয়াল করার বিষয়টি আদালত বোঝে। এখানে আদালতের বিচার্য বিষয় হচ্ছে ব্যক্তি বিশেষের ফোনে আড়ি পাতার অভিযোগ। আমাদের বক্তব্য, যারা পেগাসাস ইস্যুতে ব্যক্তিগত অধিকার খর্ব হয়েছে বলে অভিযোগ করেছে, সেই বিষয়ে সরকার অবস্থান ব্যাখ্যা করুক। কিন্তু সুপ্রিম কোর্টের সেই অনুরোধ সলিসিটর জেনারেল ফিরিয়ে দিয়েছেন।