ট্যাব কিনতে তিন সপ্তাহের মধ্যে সরকারি স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে সরকার; জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: অনলাইন ক্লাসের সুবিধার্থে এবার সরকারি স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি বলেছিলেন, ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের সাড়ে নয় লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব দেবে সরকার। এদিন আগামী তিন সপ্তাহের মধ্যে ট্যাব কিনতে প্রয়োজনীয় টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা আবহে স্কুলে গিয়ে ক্লাস করা সম্ভব নয়। সব ছাত্রছাত্রীদের কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার সামর্থ নেই। তাই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ১৪ হাজার উচ্চমাধ্যমিক এবং ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে নয় লক্ষ ছাত্র ছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে এবং অষ্টম শেনির পড়ুয়াদের জন্য প্রতিটি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে।