টিডিএন বাংলা ডেস্ক: কিছুক্ষণের মধ্যেই কৃষক আন্দোলন এবং কৃষি আইন নিয়ে নিজের রায় প্রকাশ করবে সুপ্রিম কোর্ট।তার আগে কৃষক আন্দোলনকে সমর্থন করে এবং কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফের একবার মোদি সরকারের বিরুদ্ধে টুইটারে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সকালে একটি টুইট করে রাহুল গান্ধী লেখেন,”সরকারের সত্যাগ্রহী কৃষকদের এদিক-ওদিকের কথা বলে ভ্রমিত করার প্রচেষ্টা ব্যর্থ। অন্নদাতারা সরকারের উদ্দেশ্য বোঝে, তাঁদের দাবি পরিষ্কার। কৃষি বিরোধী আইন ফেরত নাও, ব্যাস।”
सरकार की सत्याग्रही किसानों को इधर-उधर की बातों में उलझाने की हर कोशिश बेकार है।
अन्नदाता सरकार के इरादों को समझता है; उनकी माँग साफ़ है-
कृषि-विरोधी क़ानून वापस लो, बस!
— Rahul Gandhi (@RahulGandhi) January 12, 2021
প্রসঙ্গত, গতকাল কৃষক আন্দোলন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এস এ বোবড়ে কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন যে, তাঁরা কৃষি আইন রদ করবেন নাকি আদালতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শুনানি চলাকালীন আদালত কেন্দ্র সরকারের উদ্দেশ্যে কঠোর মনোভাব প্রকাশ করে জানায়, আপনারা সমাধান বার করতে পারেননি। মানুষ মারা যাচ্ছে। আত্মহত্যা করছে। আমরা জানি না কেন মহিলা এবং বৃদ্ধদেরও বসিয়ে রাখা হয়েছে। যাই হোক আমরা কমিটি তৈরি করতে যাচ্ছি। প্রধান বিচারপতি এস এ বোবড়ে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা আদালতকে আজব পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন। মানুষ বলছে আদালতের কি শোনা উচিত এবং কি শোনা উচিত নয়। কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিতে চাই। একটি মিলিত সমাধান বের হোক। যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে আপাতত আইন লাগু করার বিষয়ে জোর দেবেন না। এর পরে কথাবার্তা শুরু করুন। আমরাও রিসার্চ করেছি। একটি কমিটি গঠন করতে চাই। পাশাপাশি কৃষি আইন রদ করার বার্তাও দেন প্রধান বিচারপতি। তিনি আরো বলেন এরপরে, আন্দোলনকারীদের জিজ্ঞাসা করা হবে যে তারা রাস্তা থেকে সরবেন কিনা।
কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়, অনেক বড় সংখ্যায় কৃষক সংগঠনের সদস্যরা এই আইনকে লাভজনক মনে করেন। সরকারের এই দলিলের জবাবে শীর্ষ আদালত জানায়, আমাদের সামনে এখনো পর্যন্ত এমন কেউ আসেনি যারা এ ধরনের কিছু বলছেন। সেই কারণে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই না। যদি একটি বড় সংখ্যায় মানুষের মনে হয় যে এই আইন লাভজনক তাহলে সেটা কমিটিকে জানান। আপনারা বলুন আইন রদ করবেন নাকি আমরা আইন রদ করে দেব। আদালতের এই মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রের তরফ থেকে নিযুক্ত অ্যাটর্নি জেনারেল। যার ভিত্তিতে আদালত জানিয়েছে, আমরা আইন রদ করছিনা আইন লাগু করার বিষয়টিকে রদ করছি।
প্রধান বিচারপতির এই মন্তব্যের পর আবেদনকারী পক্ষের আইনজীবী হরিশ সালভে শুধুমাত্র আইনের বিতর্কিত অংশগুলিকে রদ করার আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেন। এর জবাবে প্রধান বিচারপতি জানান তারা পুরো আইনটিকে রদ করবেন। তিনি আরো বলেন আইন রদ হবার পরেও কৃষক সংগঠনগুলির চাইলে আন্দোলন জারি রাখতে পারে। কিন্তু আমরা জানতে চাই যে এরপরে কি তারা নাগরিকদের জন্য রাস্তা ছেড়ে দেবেন? শুধু তাই নয়, ওই জায়গায় যেকোনো দিন বড়োসড়ো হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কাও প্রকাশ করেন প্রধান বিচারপতি।