রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন, মন্তব্য ফিরহাদ হাকিমের
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: রাজ্যপাল বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। ওনার সম্পর্কে কোন মন্তব্য না করায় ভাল। চাকরী বাঁচানোর জন্য যা যা করার তাই করছেন উনি। রাজ্যপাল জগদীপ ধনকরের এদিনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই রাজ্যপাল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও সোচ্চার হন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি রাজ্য সভাপতি বিভাজনের রাজনীতি করছে। হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করছে, বাঙালি-অবাঙালি বিভাজনের রাজনীতি করছে। বহিরাগত ইস্যুতে সরব হন তিনি। ফিরহাদ হাকিম বলেন, যারা বহুবছর ধরে বাংলায় বাস করছে তাদের বহিরাগত বলছি না। আমরা তাদের বহিরাগত বলছি যারা ভোটের আগে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যান আর বাংলার বাইরে থেকে বাংলা কিভাবে চলবে সে কথা ভাবেন।