অনন্তনাগে ফাঁস আতঙ্কবাদীদের গোপন আস্তানা; প্রচুর মাত্রায় হাতিয়ার উদ্ধার

ছবি সৌজন্যে জম্মু-কাশ্মীরে পুলিশের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের ফরেস্ট এরিয়ায় আতঙ্কবাদীদের একটি গোপন আস্তানা খুঁজে বের করেছে অনন্তনাগের পুলিশ। সন্ত্রাসীদের ওই আড্ডা থেকে উদ্ধার করা হয়েছে তিনটি একে-৫৬কে, দুটি চাইনিজ পিস্তল, দুটি চাইনিজ গ্রেনেড, একটি দূরবীন, ম্যাগাজিন এবং আরও অনেক জিনিস। শ্রীনগরের কৃষ্ণা ধাবা ফায়ারিং মামলায় গ্রেফতার এক সন্ত্রাসবাদীকে জিজ্ঞাসাবাদ করে এই গোপন আস্তানাটির সন্ধান পেয়েছে পুলিশ।

শুক্রবার জম্মু-কাশ্মীর পুলিশ তিন আতঙ্কবাদীকে গ্রেফতার করে। জানা গেছে, শ্রীনগরের একটি অতি প্রসিদ্ধ ধাবা কৃষ্ণা ধাবার মালিকের ছেলেকে বুধবার গুলি করে মেরে ফেলে ওই দুষ্কৃতীরা। সোনেবার এলাকায়একটি জনবহুল জায়গায় সর্বসমক্ষে আতঙ্কবাদীরা কৃষ্ণার মালিকের ছেলে আকাশ মেহেরাকে গুলি করে হত্যা করে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনজন আতঙ্কবাদী মোটরবাইকে করে আসে এবং তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে দোকানের ভেতরে সরাসরি কাউন্টার এর অপর প্রান্তে বসে থাকা আকাশ মেহেরার কাছে পৌঁছে যায় এবং তাকে গুলি করে হত্যা করে।